ফরিদপুরে অটোরিকশা-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, বৃদ্ধ নিহত

1 day ago 16

ফরিদপুরে অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মুজিবুর রহমান (৮৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন।

রোববার (৩০ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার গঙ্গাবর্দী রয়েল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত. ধনুউল্লাহ বেপারীর ছেলে। তিনি শহরতলীর কানাইপুরে একটি দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী রয়েল ফিলিং স্টেশনের সামনে কানাইপুর থেকে ফরিদপুরগামী একটি অটোরিকশা ও ফরিদপুর থেকে মাগুরাগামী একটি প্রাইভেটকরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী মুজিবর রহমান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশা যাত্রী রোকসানা আক্তার (৪১) ও মুন্নি আক্তার (২৮) আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমআরএম

Read Entire Article