ফরিদপুরে অটোরিকশাচালক হত্যায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

3 months ago 64

ফরিদপুরে অটোরিকশাচালক হত্যা মামলায় মো. আশিক শেখ (১৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

এসময় আসামি আদালতে উপস্থিত ছিল। দণ্ডপ্রাপ্ত আশিক ফরিদপুর সদর উপজেলার ডাঙ্গি এলাকার মজিবর শেখের ছেলে।

জানা গেছে, হত্যার ঘটনার সময় আসামি আশিক শেখের বয়স ১৬ ছিল। তবে রায়ের সময় আদালত ওই যুবকের বয়স ১৮ পার হওয়ায় আগেই কিশোর উন্নয়ন কেন্দ্রের আটকা আদেশ বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।

এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ এপ্রিল নাঈম শেখ তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। পরে সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় নাঈমের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। একদিন পর নাঈমের মরদেহ ফরিদপুর সদর উপজেলার লোকমান খার ডাঙ্গি এলাকা থেকে মাটি খুঁড়ে উদ্ধার করে। এসময় নিহত নাঈমের গলায় শাড়ির কাপড় পেঁচানো ও দু-পা বাঁধা ছিল। এ ঘটনায় নিহতের বড় ভাই রাশেদ শেখ বাদী হয়ে অভিযুক্তের নামে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ১৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। তখন আশিকের বয়স ছিল ১৬ বছর। এজন্য তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) স্বপন পাল জানান, সাক্ষ্যপ্রমাণ শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আশিক শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস

Read Entire Article