ফরিদপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

13 hours ago 12

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওয়াদুদ ফকির (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২ মার্চ) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াদুদ ফকির মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের লোকমান ফকিরের ছেলে।

এসময় মোটরসাইকেলের অন্য আরোহী রিয়াজুল ফকির (২৪) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ওয়াদুদ ও রিয়াজুল রাজৈর থেকে ইফতার শেষ করে মোটরসাইকেলযোগে ভাঙ্গায় যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কা দিলে ওয়াদুদ ঘটনাস্থলেই মারা যান। আহত রিয়াজুলকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘাতক গাড়িটি জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমকেআর

Read Entire Article