ফরিদপুরে চলন্ত বাস উল্টে প্রাণ গেলো সুপারভাইজারের

3 months ago 24

ফরিদপুর চলন্ত বাস উল্টে রাজন বেপারী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই বাসের সুপারভাইজার। বুধবার (২৬ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চরযশোরদি ইউনিয়নের গজারিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী স্বাধীন পরিবহনের একটি বাস সকাল ৯টার দিকে গজারিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ মহাসড়কের ওপর উল্টে যায়। এসময় বাসে থাকা সুপারভাইজার রাজন বেপারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হওয়া তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম

Read Entire Article