ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

2 weeks ago 17

ফরিদপুর সদর উপজেলায় বিল্লাল চৌধুরী (৩২) নামে এক যুবককে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা করেছে স্থানীয়রা। রোববার (২৯ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল চৌধুরী সদর উপজেলার গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের বাসিন্দা বাবুল চৌধুরীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর চারটার দিকে মাতুব্বরের বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল চৌধুরী নামে এক যুবক ধরা পড়েন। এ সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গেরদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহিদ জাগো নিউজকে বলেন, গেরদা গ্রামের দরগা বড়বাড়ি হিসেবে পরিচিত ইসরাইল মাতুব্বরের বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল চৌধুরী ধরা পড়েন। পরে এলাকাবাসীর গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, গণপিটুনিতে নিহত বিল্লাল চৌধুরী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন কে বি নয়ন/এফএ/এমএস

Read Entire Article