ফরিদপুরে বজ্রপাতে তুলার গোডাউন পুড়ে ছাই

3 months ago 41

ফরিদপুর সদরে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৭ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বাজারের মো. আমির হোসেনের তুলার গোডাউনের পাশের খেজুর গাছের ওপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছের অংশবিশেষ গোডাউনের ওপর পড়লে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী স্বপন বিশ্বাস জানান, রাতে ঝড়বৃষ্টি শুরু হয়, সঙ্গে বজ্রপাত হয়। একটি খেজুর গাছের ওপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। এসময় আগুন তুলার গোডাউনের চালের ওপর পড়লে গোডাউনে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই গোডাউনে থাকা তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।

এন কে বি নয়ন/এমএন/এমএস

Read Entire Article