ফরিদপুরের ভাঙ্গায় মাহদি সুপারসপ নামের এক দোকান থেকে কেনা মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে এক শিশু অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির মালিক জাহিদ হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া।
এর আগে দুপুরে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মহল্লার বাসিন্দা ইব্রাহিম মিয়া অভিযোগ দায়ের করেন। পরে অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় মেয়াদোত্তীর্ণ বেশ কিছু কেক জব্দ করে ধ্বংস করা হয়।
শিশুটির বাবা ইব্রাহিম মিয়া জানান, রোববার দুপুরে ভাঙ্গা উপজেলা সদরের মাহদি সুপারসপ থেকে মেয়ের জন্য কেক কেনেন। পরে রাতে কেক খাওয়ার পর তার ৫ বছর বয়সী মেয়ে শিশু অস্বাভাবিক আচরণ ও বমি করে। পরে শিশুটিকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা প্রমাণ হয়। এ ঘটনায় ভোক্তা সংরক্ষণ আইনে দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এন কে বি নয়ন/কেএসআর

5 months ago
98









English (US) ·