ফরিদপুরে স্বল্প পরিসরে থানার কাজ শুরু

2 months ago 19

ফরিদপুরে নয়টির মধ্যে তিনটি থানায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ অবস্থায় আতঙ্কে কাজ থেকে বিরত রয়েছেন পুলিশ সদস্যরা। তাদের কাজে ফিরিয়ে আনতে ও সহযোগিতা করতে কাজ করছে সেনাবাহিনী।

শনিবার (১০ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় অফিসার ও ফোর্সদের সঙ্গে কথা বলেন জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদুল আমিন শেখ। এ সময় তিনি থানার ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধ্বংসস্তূপ পরিদর্শন করেন।

পরে জেলা কর্মরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী কাজ করছে। ফরিদপুরের সব থানায় পুলিশ সদস্যরা নির্বিঘ্নে নিরাপত্তার মধ্যদিয়ে মানুষের সেবার কাজে ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যে আমরা তাদের সহযোগিতা করছি। তিনি বলেন, ইতিমধ্যেই জেলার প্রত্যেকটি থানায় স্বল্প পরিসরে কাজ শুরু হয়েছে।

এসময় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মোর্শেদ আলম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ থানার সকল অফিসার্স ও ফোর্স উপস্থিত ছিল।

এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোর্শেদ আলম বলেন, যত দ্রুত সম্ভব চেষ্টা করছি কাজ শুরু করতে। আমরা প্রত্যেকটি সিনিয়র অফিসার ফোর্সের মনোবল ফিরিয়ে আনার লক্ষ্যে তাদের সঙ্গে বারবার কথা বলছি।

পুলিশ সুপার বলেন, জেলার নয়টি থানার মধ্যে ফরিদপুর সদর, মধুখালী ও সদরপুর থানা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব থানার ভবন ও সরকারি মালামাল পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে অবশিষ্ট কিছু নেই, নেই মামলার নথিপত্র, হয়েছে সরকারি ও ব্যক্তিগত অস্ত্র লুট। পুলিশ সুপার বলেন, লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারে প্রক্রিয়া শুরু হয়েছে

এন কে বি নয়ন/জেডএইচ/এএসএম

Read Entire Article