ফরিদপুরে ১৫ হাজার মিটার জাল জব্দ

2 hours ago 6

নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুরের পদ্মা নদীতে মাছ শিকারে সময় ১৫ হাজার মিটার জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৬ অক্টোবর) সকালে যৌথ অভিযান পরিচালিত হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাত হোসেন জানান, কবিরের চর এলাকায় অভিযান চলাকালে ইলিশ শিকারিরা পালিয়ে গেলেও সেখান থেকে জাল জব্দ করা হয়। পরে তা ফরিদপুর নদী বন্দর এলাকায় এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, অভিযানে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। ইলিশ মাছ ধরা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এসময় ফরিদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান উপস্থিত ছিলেন।

এনকেবি নয়ন/আরএইচ/জেআইএম

Read Entire Article