ফরিদপুরে ২ শ্রমিক হত্যা: শিগগিরই ফলাফল পাওয়ার আশা মন্ত্রীর

2 weeks ago 14

ফরিদপুরের মধুখালীতে দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ‘শিগগিরই একটা ফলাফল আমরা পাবো।’

রোববার (২৮ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা’ নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী সংবাদ সম্মেলনে কোরবানিতে গবাদি পশুর যোগান নিয়েও কথা বলেন। আব্দুর রহমান ওই এলাকার (ফরিদপুর-১) সংসদ সদস্য।

মধুখালীতে হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসক। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কেন ধরতে পারছে না, জানতে চাইলে মন্ত্রী বলেন, এ ঘটনায় এরই মধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩১ জন আসামির বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা হয়েছে। কাজেই এ ক্ষেত্রে আমি বলবো, আবেগে গা না ভাসিয়ে আমাদের বুঝতে হবে তাদের সামর্থ্য, সীমাবদ্ধতা। যারা এর সঙ্গে জড়িত, তারা পলাতক, তাদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্ত্রী বলেন, এর আগে যাদের ধরা হয়েছে, তাদের জবানবন্দিও নেওয়া হয়েছে। সব তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রতিদিন অভিযান চলছে। আশা করছি শিগগিরই একটা ফলাফল আমরা পাবো।

আরএমএম/এমএইচআর/জিকেএস

Read Entire Article