ফরিদা পারভীনের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে

19 hours ago 6
দেশের জনপ্রিয় লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্য নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ করেছেন তার বড় ছেলে ইমাম জাফর নোমানি। এই দুঃখজনক খবরটি প্রথমবারের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়বিদারক পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন তিনি। বর্তমানে রাজধানীর বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন ফরিদা পারভীন।  নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুক পোস্টে ইমাম জাফর নোমানি লিখেছেন, ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আম্মাকে (ফরিদা পারভীন) গত বুধবার বিকেল থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত বিকেল থেকেই উনার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই।’ তিনি আরও লিখেছেন, ‘এখন ডাক্তাররা সর্বোচ্চ মাত্রার ওষুধ দিয়ে কৃত্রিমভাবে তার ব্লাডপ্রেশার ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং মেশিনের মাধ্যমে তার ফুসফুসটা চালিয়ে নেওয়া হচ্ছে। খুবই বেদনাদায়ক যে, আম্মার এই শেষ মুহূর্তেও কিছু অ-মানুষ এখনো নানা পরিচয়ে বিভিন্ন মাধ্যমে আর্থিক প্রতারণামূলক কাজ করছে।’ তার কথায়, ‘এ ব্যাপারে আবারও সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি। আমাদের পরিবারের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় থেকে নিয়মিত যোগাযোগ রাখছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা করছে।’ সবশেষে তিনি লিখেছেন, ‘পরিবারের পক্ষ থেকে আবারও নিশ্চিত করছি যে, আম্মার চিকিৎসার জন্য আর্থিক বা অন্য কোনো ধরনের কোনো সহযোগিতার প্রয়োজন নেই। সবাই আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তার অসীম দয়ায় আম্মার এই শেষ সময়কে সহজ ও শান্তিময় করুন আমিন।’
Read Entire Article