পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটিকাটার অভিযোগে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আইন অমান্য করে পদ্মা নদীর তীরবর্তী ফসলি জমি থেকে অবাধে মাটি কাটা হচ্ছে। এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন বিলকেদার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় মাটি ব্যবসায়ী উপজেলার পাকুড়িয়া গ্রামের শফিকুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে ট্রাক্টর চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহাদত হোসেন জানান, আইন অমান্য করে ফসলি জমির মাটি কাটা ও গ্রামীণ সড়ক নষ্ট করাসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।
শেখ মহসীন/এমআইএইচএস