ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী তাসনুভা

2 months ago 12

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ফাঁস হওয়া অডিও’র নারী কণ্ঠ নিজের নন বলে দাবি করেছেন দলটির আরেক যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবীন।

মঙ্গলবার (১৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন দাবি করেন।

তাসনুভা জাবীন লিখেছেন, ‘শুধু এটুকু বলি, যার অডিও আমার নামে বলে ফটোকার্ড, ভিডিও কনটেন্ট বানিয়ে ভরায় ফেলছেন, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি।’

তিনি বলেন, ‘আমরা তার নাম পাল্টা প্রকাশ করা থেকে বিরত থাকছি।’

ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী তাসনুভা

এই নেত্রী আরও লিখেছেন, “রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মতো খুব পরিকল্পনামাফিক এই ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে। আমি শুধু বুঝি, আমার কথা বা লেখা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ আমাকে নিচে নামানোর এত আপ্রাণ চেষ্টা করত না। এসবের উত্তর ‘সময়’ অবশ্যই দিবে। আল্লাহ ভরসা।”

এর আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের একটি ফোনালাপ ফাঁস করে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। ফোনালাপে এনসিপির এক নারী নেত্রীকে কুপ্রস্তাব দিতে শোনা যায় সারোয়ার তুষারকে।

প্রবাসী ওই সাংবাদিকের দাবি, কুপ্রস্তাব দেওয়া ওই নারী এনসিপির নেত্রী। এরপরই শুরু হয় নানান সমালোচনা।

এ ঘটনার জেরে সারোয়ার তুষারের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা পাঁচদিনের মধ্যে প্রেরণ এবং তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

এদিকে সারোয়ার তুষার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দল স্বপ্রণোদিত হয়ে তার কাছে ব্যাখ্যা চেয়েছে, তিনি লিখিতভাবে ব্যাখ্যা দেবেন।

এনএস/ইএ/জিকেএস

Read Entire Article