খুলনা টাইগার্সের বিপক্ষে হারতে হারতে জয় পেয়েছে চিটাগং কিংস। আর তাতেই দ্বিতীয়বারের মতো দলটি ফাইনালে উঠেছে। শিরোপার লড়াইয়ে চিটাগংকে তুলতে অবিশ্বাস্য অবদান রেখেছিলেন রহস্যময় বোলার আলিস আল ইসলাম। তবে তার অবদান বল থেকে বেশি ছিল ব্যাট হাতে। জয় থেকে বেশ দূরে থাকা চিটাগংয়ের হয়ে এমন ব্যাটিং করেছেন আলিস, তাতে চমক বনে গিয়েছিল গোটা স্টেডিয়াম ও প্রতিপক্ষ খুলনা। একজন জাত ব্যাটারের মতো চার-ছয় হাঁকিয়ে জয় তুলে... বিস্তারিত