ফারিণের ‘মেঘছায়া’
অভিনেত্রী ফারিণ খান। তার অভিনীত বেশকিছু নাটক এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। সে ধারাবাহিকতায় শুক্রবার ইউটিউবে প্রকাশ হয়েছে তার অভিনীত নতুন নাটক ‘মেঘছায়া’। নাটকটি রচনা করেছেন মামুনুর রশিদ তানিম এবং নির্মাণ করেছেন অপু শর্মা।
নাটকটি প্রসঙ্গে ফারিণ খান বলেন, ‘মেঘছায়া একটি হৃদয়স্পর্শী মানবিক গল্প, যেখানে প্রেম, ত্যাগ আর সম্পর্কের জটিল টানাপোড়েনের মধ্যে দিয়ে উঠে আসে জীবনের বাস্তব চিত্র। অতীতের ছায়া বর্তমানকে আচ্ছন্ন করে যখন ভালোবাসা, অপরাধবোধ ও ক্ষমার সীমানা মিলেমিশে যায়, ঠিক তখনই গল্পটি নেয় অপ্রত্যাশিত মোড়ে। গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি আসলে এ ধরনের ভিন্ন ঘরানার গল্পেই অভিনয় করতে চাই।
নিজেকে মনের মতো করে উপস্থাপন করা যায়। এতে আমার সঙ্গে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। ভালো অভিনয় করেন তিনি। চরিত্রের ভেতরে সহজেই ডুবে যেতে পারেন। এর আগেও তার সঙ্গে অভিনয় করেছি।
সবমিলিয়ে মেঘছায়া খুব চমৎকার একটি নাটক হয়েছে।’
নাটকটিতে ফারিণ খান ছাড়া আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাহিদা বৃষ্টি, শওকত হোসেন মামুন, মাহমুদ আলমসহ আরও অনেকে।
ফারিণ খান অভিনীত সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘আজান’, ‘ফায়ার ফাইটার’, ‘রূপবান’, ‘মুহূর্ত’, ‘অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ’, ‘আবদার’, ‘মনের মাঝে তুমি’, ‘বন্ধুত্ব নাকি ভালোবাসা’, ‘অবশেষে তুমি আমি’, ‘সুইচ’, ‘আহারে জীবন’ ইত্যাদি।

1 week ago
13









English (US) ·