ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার হুমকি দিয়ে টাকা দাবি

4 months ago 59

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহজাহান আলী (৪৫) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে উপজেলার নাকাইহাট বাজার থেকে তাকে আটক করা হয়। আটক শাহজাহান আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়া গ্রামের বাসিন্দা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এক ওষুধের দোকানে ৫০ হাজার টাকা দাবি করেন শাহজাহান আলী। বিষয়টি সন্দেহ হলে দোকানি তাকে আটক করেন। পরে বাজারের লোকজন এসে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

বাজারের ওষুধ ব্যবসায়ী জয় চন্দ্র বর্মণ বলেন, শাহজাহান আলী নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি জানাজানি হলে ব্যবসায়ী ও স্থানীয়রা গণধোলাই দিয়ে তাকে পুলিশে দেয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, শাহজাহান আলীকে জনতার কবল থেকে উদ্ধারের পর থানায় আনা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এএইচ/জিকেএস

Read Entire Article