ফাহমিদা নবীর ‘ধরো যদি হাত’

1 month ago 9

নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। সম্প্রতি অবকাশ যাপনে ইউরোপ-আমেরিকা গিয়েছিলেন তিনি। গত মাসে (১৬ আগস্ট) দেশে ফিরেছেন। গতকাল বাংলাদেশ বেতারের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

আহসান হাবীব বাপ্পীর কথায় গানটির সংগীত করেছেন পুনম চন্দ্র মিত্র। রোমান্টিক ঘরানার গানটির শিরোনাম ‘ধরো যদি হাত’। ফাহমিদা বলেন, ‘অনেকটা সিনেমাটিক ঘরানার গান। গাইতে বেশ ভালো লেগেছে। আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পুনমও।’

বিদেশে ঘুরতে গেলেও নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। কোরবানির ঈদে প্রকাশ করেছিলেন নিজের সুরে গান ‘শব্দহীন কথারা’, নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন রবীন্দ্রসংগীত ‘ভালোবাসি ভালোবাসি’।

এ ছাড়া ফাহমিদা নবী গেয়েছেন এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে ‘শাখা প্রশাখার প্রভাব’।

এমআই/জেআইএম

Read Entire Article