ঈদে হাত ভরে মেহেদি দেওয়া হয়েছে। তবে নানা ধরনের কাজ করতে গিয়ে চাপ পড়েছে হাত দুটোর উপরেও। ফলে সাবান-পানি লেগে মেহেদির রঙ উঠতে শুরু করতেও দেরি হয়নি খুব একটা। হয়তো সন্ধ্যায় পার্টিতে যাবেন কিন্তু ছোপ ছোপ রঙে হাত দুটোর অবস্থা বেহাল! কী করবেন তখন? জেনে নিন ফিকে হয়ে যাওয়া মেহেদির রঙ দ্রুত ওঠানোর কিছু উপায় সম্পর্কে। বিস্তারিত