ফিফা বর্ষসেরা অনুষ্ঠানের পরবর্তী আসর দুবাইয়ে

আগামী বছর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার বর্ষসেরা পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এমন তথ্য নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বর্ষসেরা অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলারদের পাশাপাশি কোচ ও দলকে সম্মাননা জানানো হয়। ভক্ত, গণমাধ্যম প্রতিনিধি, অধিনায়ক এবং জাতীয় দলের কোচদের ভোটের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে ইনফান্তিনো বলেন, ‘আমি এখানে ঘোষণা দিতে পারি যে সেরা খেলোয়াড়, কোচ ও দলকে সম্মান জানানোর জন্য আমরা একসঙ্গে একটি নতুন অংশীদারত্ব এখানে দুবাইয়ে চূড়ান্ত করেছি।’ তিনি আরও বলেন, ‘আমরা খেলাধুলা উপভোগ করেছি। আর খেলাধুলা যে ঐক্য পুরো বিশ্বে নিয়ে আসে, সেটিও আরও বেশি করে উপভোগ করব।’ ২০২৫ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত আসরে ফ্রান্সের ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন এবং স্পেনের মিডফিল্ডার আইতানা বোনমাতি জেতেন নারী বিভাগের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

ফিফা বর্ষসেরা অনুষ্ঠানের পরবর্তী আসর দুবাইয়ে

আগামী বছর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার বর্ষসেরা পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এমন তথ্য নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বর্ষসেরা অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলারদের পাশাপাশি কোচ ও দলকে সম্মাননা জানানো হয়। ভক্ত, গণমাধ্যম প্রতিনিধি, অধিনায়ক এবং জাতীয় দলের কোচদের ভোটের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়।

দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে ইনফান্তিনো বলেন, ‘আমি এখানে ঘোষণা দিতে পারি যে সেরা খেলোয়াড়, কোচ ও দলকে সম্মান জানানোর জন্য আমরা একসঙ্গে একটি নতুন অংশীদারত্ব এখানে দুবাইয়ে চূড়ান্ত করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা খেলাধুলা উপভোগ করেছি। আর খেলাধুলা যে ঐক্য পুরো বিশ্বে নিয়ে আসে, সেটিও আরও বেশি করে উপভোগ করব।’

২০২৫ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত আসরে ফ্রান্সের ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন এবং স্পেনের মিডফিল্ডার আইতানা বোনমাতি জেতেন নারী বিভাগের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow