ফিরছে রক্ত মাংসের মোয়ানা, ডোয়াইন জনসনসহ থাকছেন যারা

মুক্তির অপেক্ষায় আছে ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ‘মোয়ানা’র বাস্তবচিত্র সংস্করণ। এর প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। নতুন এই সংস্করণে প্রধান চরিত্র মোয়ানার ভূমিকায় দেখা যাবে ক্যাথরিন লাগাআইয়াকে। আর সমুদ্রজয়ের অভিযানে তার সঙ্গী অর্ধ-ঈশ্বর মাউই চরিত্রে ফিরেছেন ডোয়াইন জনসন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেশন ছবিতে মোয়ানার কণ্ঠ দিয়েছিলেন আউলি ক্রাভালহো। তবে নতুন সংস্করণে চরিত্রটি তুলে ধরছেন তরুণ অভিনেত্রী লাগাআইয়া। ১৭ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, মোয়ানার চরিত্র তার বিশেষ পছন্দের। তার পূর্বপুরুষ সামোয়া দ্বীপের ফাআআলা ও লেয়ুলুমোএগা অঞ্চল থেকে আসা। এই সাংস্কৃতিক শেকড়কে বড় পর্দায় তুলে ধরতে পারায় তিনি নিজেকে সম্মানিত মনে করছেন। একই সঙ্গে তিনি চান, তার মতো দেখতে ছোট মেয়েরা এই চরিত্রে নিজেদের খুঁজে পাক। বাস্তবচিত্র সংস্করণে মোয়ানার বাবা প্রধান টুই চরিত্রে অভিনয় করছেন জন টুই। তার মা সিনা হিসেবে রয়েছেন ফ্রাঙ্কি অ্যাডামস। দাদি তোলা চরিত্রে অভিনয় করছেন রিনা ওউন। অ্যানিমেশন ‘মোয়ানা’ নির্মাণ করেছিলেন জন মাসকার ও রন ক্লিমেন্টস। কাহিনি লিখেছিলেন জ্যারেড বুশ, সুর করেছিলেন মার্ক মানসিনা, লিন মানুয়েল মিরান্দা ও অপ

ফিরছে রক্ত মাংসের মোয়ানা, ডোয়াইন জনসনসহ থাকছেন যারা

মুক্তির অপেক্ষায় আছে ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ‘মোয়ানা’র বাস্তবচিত্র সংস্করণ। এর প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। নতুন এই সংস্করণে প্রধান চরিত্র মোয়ানার ভূমিকায় দেখা যাবে ক্যাথরিন লাগাআইয়াকে। আর সমুদ্রজয়ের অভিযানে তার সঙ্গী অর্ধ-ঈশ্বর মাউই চরিত্রে ফিরেছেন ডোয়াইন জনসন।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেশন ছবিতে মোয়ানার কণ্ঠ দিয়েছিলেন আউলি ক্রাভালহো। তবে নতুন সংস্করণে চরিত্রটি তুলে ধরছেন তরুণ অভিনেত্রী লাগাআইয়া। ১৭ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, মোয়ানার চরিত্র তার বিশেষ পছন্দের। তার পূর্বপুরুষ সামোয়া দ্বীপের ফাআআলা ও লেয়ুলুমোএগা অঞ্চল থেকে আসা। এই সাংস্কৃতিক শেকড়কে বড় পর্দায় তুলে ধরতে পারায় তিনি নিজেকে সম্মানিত মনে করছেন।

একই সঙ্গে তিনি চান, তার মতো দেখতে ছোট মেয়েরা এই চরিত্রে নিজেদের খুঁজে পাক।

বাস্তবচিত্র সংস্করণে মোয়ানার বাবা প্রধান টুই চরিত্রে অভিনয় করছেন জন টুই। তার মা সিনা হিসেবে রয়েছেন ফ্রাঙ্কি অ্যাডামস। দাদি তোলা চরিত্রে অভিনয় করছেন রিনা ওউন।

অ্যানিমেশন ‘মোয়ানা’ নির্মাণ করেছিলেন জন মাসকার ও রন ক্লিমেন্টস। কাহিনি লিখেছিলেন জ্যারেড বুশ, সুর করেছিলেন মার্ক মানসিনা, লিন মানুয়েল মিরান্দা ও অপেতায়া ফোআই। নতুন বাস্তবচিত্র সংস্করণে বুশ আবারও চিত্রনাট্য লিখছেন দানা মিলারের সঙ্গে। পরিচালনা করছেন থমাস কেইল। প্রযোজনায় আছেন ডোয়াইন জনসন, ডানি গার্সিয়া, হিরাম গার্সিয়া ও বো ফ্লিন।

২০২৩ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার সভায় প্রথম ঘোষণা আসে ‘মোয়ানা’র বাস্তবচিত্র সংস্করণ তৈরির। ডিজনির ইতিহাসে এত কম ব্যবধানে কোনো অ্যানিমেশন ছবির বাস্তবচিত্র সংস্করণ তৈরি হয়নি।

আগামী বছরের ১০ জুলাই প্রেক্ষাগৃহে আসবে এই নতুন সংস্করণ।

এলআইএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow