ফিরছে ‘লাভ আইল্যান্ড গেমস সিজন ২’

6 hours ago 5

দুই বছরের বিরতির পর আবারও ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাভ আইল্যান্ড গেমস’। মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় সিজনের সম্প্রচার, আর এ বার ভিলার আয়োজন ফিজিতে।

প্রচলিত লাভ আইল্যান্ড–এর থেকে আলাদা, এই স্পিনঅফে ডেটিংয়ের পাশাপাশি থাকছে দলগত ও জুটি চ্যালেঞ্জ, যেখানে প্রতিযোগীদের ক্রীড়াশক্তি, বুদ্ধি ও কৌশল পরীক্ষা করা হবে। প্রতি ধাপে থাকছে রিকাপলিং, এলিমিনেশন ও নাটকীয় নতুন আগমন। জেতার জন্য পুরস্কার ধরা হয়েছে ১ লাখ মার্কিন ডলার। দর্শকরা রিয়েল টাইমে ভোট দিয়ে প্রিয় জুটি বেছে নিতে পারবেন, যা শোতে যুক্ত করবে বাড়তি উত্তেজনা।

এবার সঞ্চালক হিসেবে থাকছেন আরিয়ানা ম্যাডিক্স, আর লাভ আইল্যান্ড আফটারসান রিক্যাপ শো পরিচালনা করবেন সাবেক লাভ আইল্যান্ড ইউকে তারকা মওরা হিগিন্স। আইকনিক ভয়েসওভার হিসেবে থাকছেন আইন স্টার্লিং।

এই সিজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, মাল্টা, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। এবার প্রতিযোগীর তালিকায় রয়েছেন আন্দ্রেয়া কারমোনা, আন্দ্রেয়িনা সান্তোস, চার্লি জর্জিও, ক্রিস সিলি, আইজাইয়া ক্যাম্পবেল, জশ গোল্ডস্টেইন, কে কে গ্রে, লুসিন্ডা স্ট্র্যাটফোর্ড, টাইরিক হাইড।

নতুন সিজনে ভিলায় জমবে ভালোবাসার খেলা, পুরোনো প্রতিযোগীদের নাটকীয় পুনর্মিলন আর নতুন প্রতিদ্বন্দ্বিতা।

Read Entire Article