ফিরছেন মির্জাপুরের মুন্না ত্রিপাঠি

ভারতীয় থ্রিলার সিরিজ ‘মির্জাপুর’-এর কথা মনে আছে নিশ্চয়ই! জনপ্রিয় এই সিরিজে মুন্না ত্রিপাঠি চরিত্রটি বেশ দর্শক জনপ্রিয়তা অর্জন করে। কিন্তু সিরিজের শেষভাগে মুন্নার মৃত্যুটি দর্শকরা খুব একটা মেনে নিতে পারেননি সেসময়। আর তাই তো এবার দর্শকদের চমকে দিয়ে বড় পর্দায় ফের পুনঃজন্ম হতে চলেছে মির্জাপুর-এর মুন্না ভাইয়ের।  ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মির্জাপুর দ্য মুভি’ দিয়েই দর্শকদের মাঝে পুনর্জন্ম হতে যাচ্ছে মির্জাপুরখ্যাত অভিনেতা দিব্যেন্দু শর্মার। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিব্যেন্দু নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘দারুণ লাগছে। মনে হচ্ছে যেন দ্বিতীয় জীবন ফিরে পেয়েছি। একই মানুষ, একই চরিত্র আর সেই চেনা দুনিয়া। এবার সব বড় পর্দায় দেখা যাবে। দর্শকরা দেখবেন আসলে কিছুই বদলায়নি, বরং আগের চেয়ে এনার্জি বা তেজ আরও বেড়ে গেছে।’ ‘মির্জাপুর’ নিয়ে দর্শকদের যে আকাশচুম্বী উন্মাদনা, তা নিয়ে কিছুটা চিন্তিত দিব্যেন্দু। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি কিছুটা ভীত। কারণ এই চরিত্রটি নিয়ে মানুষের অন্যরকম আবেগ কাজ করে। আমি নিজেকে একই ছকে বেঁধে ফেলতে চাই না। তাই মুন্না চরিত্রে নতুন কী চমক দেওয়া যায়, তা নিয়েই এখন ভাবছি।’

ফিরছেন মির্জাপুরের মুন্না ত্রিপাঠি

ভারতীয় থ্রিলার সিরিজ ‘মির্জাপুর’-এর কথা মনে আছে নিশ্চয়ই! জনপ্রিয় এই সিরিজে মুন্না ত্রিপাঠি চরিত্রটি বেশ দর্শক জনপ্রিয়তা অর্জন করে। কিন্তু সিরিজের শেষভাগে মুন্নার মৃত্যুটি দর্শকরা খুব একটা মেনে নিতে পারেননি সেসময়। আর তাই তো এবার দর্শকদের চমকে দিয়ে বড় পর্দায় ফের পুনঃজন্ম হতে চলেছে মির্জাপুর-এর মুন্না ভাইয়ের। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মির্জাপুর দ্য মুভি’ দিয়েই দর্শকদের মাঝে পুনর্জন্ম হতে যাচ্ছে মির্জাপুরখ্যাত অভিনেতা দিব্যেন্দু শর্মার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দিব্যেন্দু নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘দারুণ লাগছে। মনে হচ্ছে যেন দ্বিতীয় জীবন ফিরে পেয়েছি। একই মানুষ, একই চরিত্র আর সেই চেনা দুনিয়া। এবার সব বড় পর্দায় দেখা যাবে। দর্শকরা দেখবেন আসলে কিছুই বদলায়নি, বরং আগের চেয়ে এনার্জি বা তেজ আরও বেড়ে গেছে।’

‘মির্জাপুর’ নিয়ে দর্শকদের যে আকাশচুম্বী উন্মাদনা, তা নিয়ে কিছুটা চিন্তিত দিব্যেন্দু। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি কিছুটা ভীত। কারণ এই চরিত্রটি নিয়ে মানুষের অন্যরকম আবেগ কাজ করে। আমি নিজেকে একই ছকে বেঁধে ফেলতে চাই না। তাই মুন্না চরিত্রে নতুন কী চমক দেওয়া যায়, তা নিয়েই এখন ভাবছি।’

তিনি আরও বলেন, ‘সেই ভয় থেকেই আমি বেছে বেছে কাজ করি। নিজেকে রিপিট করতে ভালো লাগে না। আমি চরিত্রের প্রতি খুব খুঁতখুঁতে। এখন এমন সব চরিত্রের প্রস্তাব পাচ্ছি যে না বলা কঠিন। এখন আর শুধু ফিল্মকে না বলা নয়, টাকা আর ইগো এই দুটোকেও না বলছি না।’

গুরমিত সিং, করণ আংশুমান, মিহির দেশাই ও আনন্দ আইয়ার এর পরিচালনায় নির্মিত এই সিরিজে দিব্যেন্দু শর্মার পাশাপাশি অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, শ্বেতা ত্রিপাঠি, আলি ফজলসহ আরও অনেকে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow