ফিরলেন মুশফিক-সাকিব, বাংলাদেশ ২৬/৬

1 month ago 15

হুমমুড় করে ভেঙে পড়া বাংলাদেশের ব্যাটিং লাইন-আপকে স্থির করতে পারলেন মুশফিকুর রহিমও। মিস্টার ডিফেন্ডেবল হিসেবে মুশফিক আজ ফিরে গেলেন দ্রুতই। মীর হামজার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হওয়ার আগে ৯ বলে মাত্র ৩ রান করতে পেরেছেন তিনি।

হাল ধরতে পারলেন না সাকিব আল হাসানও। ১০ বলে ২ রান করে খুররম শেহজাদের বলে এলবিডব্লিউ হন তিনি। দুই অভিজ্ঞ ব্যাটারের বিদায়ে ২৬ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ।

আজ রোববার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই চোখে ঝাপসা দেখে বাংলাদেশ। পাকিস্তানি পেসারদের বল যেন চোখেই দেখছেন না বাংলাদেশের ব্যাটাররা। বিনা উইকেটে ১০ রান নিয়ে খেলা শুরু বাংলাদেশ ২০ রান করতেই হারায় ৪ উইকেট।

শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। প্রথমে উইকেট বিলিয়ে দেন ওপেনার জাকির হাসান। আগের দিন ০ রানে অপরাজিত থাকা জাকির আজ মাঠে নেমে করেছেন মাত্র ১ রান।

এক ওভার পর সাজঘরের পথে হাঁটেন আরেক ওপেনার সাদমান ইসলামও। খুররম শাহজাদের বলে আউট হওয়ার আগে ২৩ বলে ১০ রান করেন তিনি। এরপর উইকেট বিলিয়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ওই ওভারেই শান্তকে (৬ বলে ৪) বোল্ড করেন খুররম।

পরের ওভারে সাজঘরের পথ ধরেন মুুমিনুল হক। মীর হামজার বলে মোহাম্মদ আলির হাতে ক্যাচ হন তিনি। ২ বলে ১ রান করেন মুমিনুল।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে পাকিস্তান।

এমএইচ/এমএস

Read Entire Article