ফিরলেন লিটন, বাংলাদেশ একাদশে ৩ পেসার

2 months ago 29

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং নিয়েছেন টাইগারদের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এই ম্যাচ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মিরাজের। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে পড়ায় দলের নেতৃত্ব কাঁধে নিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে জ্বরের কারণে খেলতে পারেননি লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাল বলের ক্রিকেটে ফিরলেন উইকেটরক্ষক ব্যাটার।

অ্যান্টিগায় ৩ পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। তারা হলেন- তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। সঙ্গে আছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ
জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ৬ লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রেভস, কাভিম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার রোচ, জেডেন সিলস।

এমএইচ/এএসএম

Read Entire Article