ফিরলো তত্ত্বাবধায়ক সরকার, খুশি বিএনপি নেতারা

4 weeks ago 6

বাতিল হয়ে গেলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন আয়োজনের বিধান। ফেরানো হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেন।

রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব। এতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে আংশিক অবৈধ বলে ঘোষণা করেন তিনি।

এ নিয়ে ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন জাগো নিউজকে বলেন, একটি গণতান্ত্রিক দেশে জনগণের ভোটের অধিকার না থাকলে গণতন্ত্র সুসংহত থাকে কী করে? শুধু মানুষের ভোটের অধিকার আদায় করতেই বিএনপি গত দেড় দশকের বেশি সময় ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। আন্দোলন করতে গিয়ে আমরা জেল-জুলুমের শিকার হয়েছি। বছরের পর বছর জেল খেটেছেন আমাদের দলের নেতারা। বাদ যায়নি তৃণমূলের কর্মীরাও। জুলাই অভ্যুত্থানের পর স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর মানুষ মন খুলে কথা বলতে পারছে। আদালতের আজকের রায়ের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরবে বলে আমরা আশা করি। দেশের মানুষ কথা বলতে শুরু করেছে, এটা শুভ সংবাদ। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় মানুষের ভোটের অধিকার সুসংহত হলো বলেই আমরা মনে করি।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, গত ১৭ বছর বিএনপি আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য। আমরা আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রোষানলে পড়েছি। হাজার হাজার মামলা খেয়েছে আমাদের নেতাকর্মীরা। আমাদের মূল আন্দোলন ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা। আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে। আমরা একে সাধুবাদ জানাই। এই রায়ের মাধ্যমে দেশবাসী হারানো অধিকার ফিরে পাবে। এ রায় বাস্তবায়নের মাধ্যমে মানুষের ইচ্ছার প্রতিফলন হয়েছে। আমরা মনে করি, এর মাধ্যমে মানুষের ভোটের অধিকার আবার ফিরলো।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল বাংলাদেশের মানুষের জন্য বড় একটি সুখবর। বিজয়ের মাসে গণতন্ত্রের বিজয় আরও একধাপ এগিয়ে গেলো। আদালতের এমন রায়কে স্বাগত জানায় বিএনপি। ফ্যাসিবাদী সরকারের দিয়ে যাওয়া অবৈধ আদেশ বাতিল করেছেন আদালত। আদালতের এই রায় নিঃসন্দেহে বিএনপির জন্য একটি বড় সুখবর। আমরা আশা করি, দেশের মানুষও এটা চায়। মানুষ আর কতদিন ভোট ছাড়া থাকবে?

আরও পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বিএনপির হাতে জন্ম নেওয়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আওয়ামী লীগ তাদের স্বার্থে বাতিল করেছিল। আদালত মানুষের কথা চিন্তা করে ভোটের অধিকারের কথা চিন্তা করে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিয়েছেন। এ রায়কে বিএনপি স্বাগত জানায়। মানুষ ভোট দেবে তাদের পছন্দের প্রার্থীকে। ভোটে যারা জয়লাভ করবে তারা রাষ্ট্রক্ষমতায় যাবে। জোর করে মানুষের ভোটের অধিকার হরণ করা ঠিক নয়। আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করেছিল। দিনের ভোট রাতেই করে ফেলেছিল। শেষে কী হলো? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এ সংশোধনীর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫-এর স্থলে ৫০ করা হয়।

কেএইচ/এমএইচআর/এমএস

Read Entire Article