ফিলিপস-ফার্গুসনের বোলিং তাণ্ডবে ৫ রানে হারলো শ্রীলঙ্কা

2 days ago 9

শেষ ওভারে প্রয়োজন ৮ রান। উইকেটে ৫২ রান করা পাথুম নিশাঙ্কা। একাই তিনি জিতিয়ে দেয়ার ক্ষমতা রাখেন। তার সঙ্গে রয়েছেন মহেশ থিকসানা। থিকসানা এক রান নিয়ে স্ট্রাইক দিলেন নিশাঙ্কাকে। ফিলিপসের বল হাঁটু গেঁড়ে বাউন্ডারির জন্য শট খেলেন তিনি। কিন্তু লং অনে ক্যাচ উঠে যায়। হেনরি নিকোলস সেটি তালুবন্দী করে নেন।

পরের বলে আবারও উইকেট। এবার ফিলিপস ফিরিয়ে দেন মাথিসা পাথিরানাকে। হ্যাটট্রিকের দারুণ সুযোগ। কিন্তু নুয়ান থুসারা ১ রান দিয়ে থিকসানাকে স্ট্রাইকে দেন। কিন্তু পরের বলেই থিকসানাকে ফিরিয়ে গেন গ্লেন ফিলিপস। শেষ ওভারের নাটকীয়তায় শেষ পর্যন্ত ৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড।

ডাম্বুলায় খুবই লো স্কোরিং ম্যাচ হলো। নিশ্চিত জয় হাতের মুঠোয় স্বাগতিক শ্রীলঙ্কার। জিততে পারলে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে তারা। কিন্তু শেষ ওভারে চূড়ান্ত নাটকীয়তা মঞ্চস্থ করলেন গ্লেন ফিলিপস।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আশালঙ্কা। তবে লঙ্কান বোলারদের চাপের মুখে ১৯.৩ ওভারে ১০৮ রান করে অলআউ হয়ে যায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩০ রান করেন উইল ইয়ং। ২৪ করেন জস ক্লাসন।

ওয়ানিন্দু হাসারাঙ্গা একাই নেন ৪ উইকেট। মাথিসা পাথিরানা নেন ৩ উইকেট। নুয়ান থুসারা নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে পাথুম নিশাঙ্কা ৫১ বলে ৫২ রান করলেও অপরপ্রান্তে আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন ভানুকা রাজাপাকসে। ৩টি করে উইকেট নেন লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস। মাইকেল ব্রেসওয়েল নেন ২ উইকেট।

আইএইচএস/এমকেআর

Read Entire Article