ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন মান-ই
ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন মান-ই। স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৪০ মিনিটে শক্তিশালী এই টাইফুন দেশটির কাটানডুয়ানেস দ্বীপে আছড়ে পড়ে। এ সময় বাতাসের স্থায়ী গতি ছিল ১৯৫ কিলোমিটার (১২১ মাইল)। সুপার টাইফুন মান-ইর প্রভাবে বিপর্যয়কর এবং প্রাণঘাতী পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া দফতর। টাইফুনের প্রভাবে উপকূলে ১৪ মিটার (৪৬ ফুট) উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে। টাইফুন মান-ইর আঘাতে কাটানডুয়ানেস উপকূলে ঢেউয়ের উচ্চতা ১৪ মিটার ছাড়িয়ে গেছে। পাশাপাশি, ম্যানিলা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় তিন মিটার (১০ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা