ফিলিপাইনে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
ফিলিপাইনে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন দূতাবাস ও ফিলিপাইনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দক্ষিণ ফিলিপাইনের একটি ধানক্ষেতে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা চার আরোহীর সকলে নিহত হন।
ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মাগুইন্দানাও দেল সুর প্রদেশে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেনি।
পুলিশ জানিয়েছে, মিন্দানাও দ্বীপের আম্পাতুয়ান এলাকায় একটি কৃষি খামারে বিমানটি বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি দুর্ঘটনার কারণ জানা যায়নি। এছাড়া নিহতদের পরিচয়ও জানা যায়নি।
দেশটির পুলিশের আঞ্চলিক মুখপাত্র জোপি ভেঞ্চুরা এএফপিকে বলেন, বিমানটি জলাধারে থাকা একটি মহিষের ওপর বিধ্বস্ত হয়েছে। এতে মহিষটিও গুরুতর আহত হয়েছে।
মিন্দানাওয়ের পৌরসভার উদ্ধারকারী কর্মকর্তা রিয়া মার্টিন বলেন, ব্মিানটি বিধ্বস্ত হওয়ার এলাকায় চারজনের মরদেহ পাওয়া গেছে। বর্তমানে এলাকাটি নিরাপত্তাবাহিনী ঘিরে রেখেছে।
তিনি বলেন, বিমানটি দ্বিখন্ডিত হয়ে গেছে। বিমানের পাশ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মাগুইন্দানাও দেল সুরের নিরাপত্তা কর্মকর্তা আমির জেহাদ টিম আম্বোলোদতো বলেন, ধ্বংসস্তূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সকলে বিদেশি নাগরিক।