ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা; নিহত ১৩

দক্ষিণ লেবাননের ফিলিস্তিনের শরণার্থী শিবির আল-হিলওয়েতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, জানিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। হামলাটি মঙ্গলবার একটি মসজিদের পার্কিং এলাকায় গাড়ির ওপর ড্রোন আক্রমণের মাধ্যমে সংঘটিত হয়। হামলায় আরও কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহতদের আশপাশের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। ইসরায়েলি সেনারা দাবি করেছে, হামলাটি শিবিরে অপারেশন চালানো হামাসের সশস্ত্র সদস্যদের লক্ষ্য করে করা হয়েছে। ইসরায়েলি সেনা মুখপাত্র আভিচায় আড্রি বলেন, “আমাদের উত্তরের সীমান্তে কোনও হুমকি সহ্য করা হবে না। হামাসের যেকোনো চেষ্টা মোকাবিলা করা হবে।” তবে হামাস ইসরায়েলের দাবি খণ্ডন করেছে এবং বলেছে, শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। হামাসের বক্তব্য, “সিওনিস্ট বোমাবর্ষণ নিরীহ ফিলিস্তিন মানুষ এবং লেবাননের সার্বভৌমত্বের উপর বর্বর আক্রমণ।” এর আগে একই দিনে লেবাননের দক্ষিণে গাড়ি লক্ষ্য করে ইস্রায়েলি হামলায় দুইজন নিহত হয়েছেন। ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামাসের হামলার পর লেবাননে হামাসের বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করেছে। শরণার্থী শিবিরের হামলায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত কর

ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা; নিহত ১৩

দক্ষিণ লেবাননের ফিলিস্তিনের শরণার্থী শিবির আল-হিলওয়েতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, জানিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। হামলাটি মঙ্গলবার একটি মসজিদের পার্কিং এলাকায় গাড়ির ওপর ড্রোন আক্রমণের মাধ্যমে সংঘটিত হয়।

হামলায় আরও কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহতদের আশপাশের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

ইসরায়েলি সেনারা দাবি করেছে, হামলাটি শিবিরে অপারেশন চালানো হামাসের সশস্ত্র সদস্যদের লক্ষ্য করে করা হয়েছে। ইসরায়েলি সেনা মুখপাত্র আভিচায় আড্রি বলেন, “আমাদের উত্তরের সীমান্তে কোনও হুমকি সহ্য করা হবে না। হামাসের যেকোনো চেষ্টা মোকাবিলা করা হবে।”

তবে হামাস ইসরায়েলের দাবি খণ্ডন করেছে এবং বলেছে, শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। হামাসের বক্তব্য, “সিওনিস্ট বোমাবর্ষণ নিরীহ ফিলিস্তিন মানুষ এবং লেবাননের সার্বভৌমত্বের উপর বর্বর আক্রমণ।”

এর আগে একই দিনে লেবাননের দক্ষিণে গাড়ি লক্ষ্য করে ইস্রায়েলি হামলায় দুইজন নিহত হয়েছেন।

ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামাসের হামলার পর লেবাননে হামাসের বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করেছে।

শরণার্থী শিবিরের হামলায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ তৎপর হয়েছে। ফিলিস্তিন ও লেবাননের নাগরিকরা এই হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow