ফিলিস্তিনিদের পক্ষে লড়তে চান ববির মোহন কুমার বসু

2 days ago 16
ফিলিস্তিনের গাজায় অবিরাম নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলার প্রতিবাদে সরব সারা বিশ্ব। এমন পরিস্থিতিতে মোহন কুমার বসু নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন।  মোহন কুমার বসু বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বল্লভপুর গ্রামের উত্তম কুমার বসুর ছেলে। রোববার (০৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন মোহন কুমার বসু। মোহন কুমার বসুর ফেসবুকে স্ট্যাটাসটি কালবেলার পাঠকদের জন্য তুলে ধরা হলো- স্ট্যাটাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী লিখেছেন, ‘আমি মোহন কুমার বসু, ধর্মে সনাতনী। আমি ওপেন ঘোষণা দিচ্ছি যদি ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয় এবং বাংলাদেশের মুসলমানরা অংশ নেয় তবে আমি অবশ্যই মুসলমানদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করবো।’ ‘ফিলিস্তিনের প্রতিটি মুসলমান আমার ভাই, বোন। যদি যুদ্ধের ডাক আসে আমি ঘরে বসে থাকবো না। কারণ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যে অমানবিক নির্যাতন করা হচ্ছে সেটা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না,’ বলেন তিনি।  প্রসঙ্গত, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত ১৮ মার্চ থেকে থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। নতুন করে গাজায় শুরু করা হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩০৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ১৮৪ জন।
Read Entire Article