ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ

3 months ago 45

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা, ধর্ষণ ও দখলদারত্বের প্রতিবাদে গাইবান্ধায় ‘ফিলিস্তিন সংহতি সমাবেশ’ করেছে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শনিবার (১ জুন) বিকেলে শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক রেবতী বর্মনের সভাপতিত্বে বক্তারা বলেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণ প্রাণপণ লড়াই করছেন। এ লড়াই বিচ্ছিন্ন কোনো লড়াই নয়। সে লড়াই সারা পৃথিবীর মানুষের লড়াই।

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ

বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের শিশু, নারীর যে আর্তনাদ সারা বিশ্বের বিপন্ন আর্তমানুষের কান্না, চিৎকার। ফিলিস্তিন হচ্ছে নিপীড়িত মানুষের বাসভূমি। ফিলিস্তিনে ইসরায়েল যা করছে, তা মানবসভ্যতা ও মনুষ্যত্বকে ধ্বংস করছে।

সমাবেশে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি সংহতি প্রকাশ করে ব্যানার, ফেস্টুন, পোস্টার–প্ল্যাকার্ড নিয়ে ফিলিস্তিনের মানুষের মুক্তি ও স্বাধীনতার দাবি জানানো হয়।

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বাসদের জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদীর জেলা নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী, পরিবেশ আন্দোলনের জেলা আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, বাংলাদেশ কৃষক সমিতি জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক রানু সরকার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।

এনআইবি/জেআইএম

Read Entire Article