ফিলিস্তিনে জাতিসংঘের দপ্তরে ইসরায়েলের অভিযান

অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও কর্মসংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তরে অভিযান চালিয়েছে। এ সময় সংস্থার আসবাবপত্র, আইটি সরঞ্জামসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয় এবং জাতিসংঘের পতাকা নামিয়ে ইসরায়েলের পতাকা লাগানো হয়। ইউএনআরডব্লিউএর কমিশনার-জেনারেল ফিলিপ লাজ্জারিনি বলেন, সোমবার (৮ ডিসেম্বর) ভোরে ইসরায়েলি পুলিশ ও পৌর কর্মকর্তারা জোরপূর্বক কমপাউন্ডে প্রবেশ করে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে। তিনি এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা করেছেন। ইসরায়েল দাবি করে, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলার সঙ্গে সংস্থার কিছু কর্মীর সম্পৃক্ততা ছিল। তবে সংস্থাটি এবং আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই অভিযোগকে ভিত্তিহীন বলেছে। যদিও ইসরায়েলের পদক্ষেপের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সংস্থাটিকে তহবিল দেওয়া স্থগিত করেছে, লাজ্জারিনি বলেছেন, এই আক্রমণের কোনো আইনি বৈধতা নেই এবং সংস্থার মর্যাদা অক্ষুণ্ণ আছে।  

ফিলিস্তিনে জাতিসংঘের দপ্তরে ইসরায়েলের অভিযান

অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও কর্মসংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তরে অভিযান চালিয়েছে। এ সময় সংস্থার আসবাবপত্র, আইটি সরঞ্জামসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয় এবং জাতিসংঘের পতাকা নামিয়ে ইসরায়েলের পতাকা লাগানো হয়।

ইউএনআরডব্লিউএর কমিশনার-জেনারেল ফিলিপ লাজ্জারিনি বলেন, সোমবার (৮ ডিসেম্বর) ভোরে ইসরায়েলি পুলিশ ও পৌর কর্মকর্তারা জোরপূর্বক কমপাউন্ডে প্রবেশ করে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে। তিনি এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা করেছেন।

ইসরায়েল দাবি করে, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলার সঙ্গে সংস্থার কিছু কর্মীর সম্পৃক্ততা ছিল। তবে সংস্থাটি এবং আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই অভিযোগকে ভিত্তিহীন বলেছে।

যদিও ইসরায়েলের পদক্ষেপের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সংস্থাটিকে তহবিল দেওয়া স্থগিত করেছে, লাজ্জারিনি বলেছেন, এই আক্রমণের কোনো আইনি বৈধতা নেই এবং সংস্থার মর্যাদা অক্ষুণ্ণ আছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow