ফিলিস্তিনের গাজায় ধারাবাহিকভাবে সহায়তা করছে হাফেজ্জী চ্যারিটেবল

3 months ago 8
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে ফিলিস্তিনের গাজা, রাফা ও খান ইউনুসে অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ সরকার নিবন্ধিত অরাজনৈতিক ও অলাভজনক সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ মিসরে আশ্রয় নেওয়া প্রায় দেড় লাখ ফিলিস্তিনি বাস্তুহারা ও আহত শরণার্থীদের এবং ফিলিস্তিনের গাজা, খান ইউনুস, দেইর আল বালাহ, মাওয়াসি কারারাসহ সব দুর্গম যুদ্ধবিধ্বস্ত এলাকায় বাংলাদেশের একমাত্র সংস্থা হিসেবে নিয়মিত সেবা কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটির মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে সংস্থাটি দেশে তো বটেই ফিলিস্তিনের জন্যেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। আগামী ৪ জুন সংস্থাটির একটি প্রতিনিধিদল মিসর সফর করবে এবং সেখানে অবস্থিত ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরে ঈদ সামগ্রী ও গোশত বিতরণ করবে বলে জানান তিনি। সে সঙ্গে মিসর থেকে ফিলিস্তিনে হাফেজ্জী চ্যারিটেবলের টিমের মাধ্যমে হাফেজ্জীর অ্যাপ্রোন গায়ে গাজার বিধ্বস্ত এলাকাগুলোতেও ঈদ সামগ্রী ও গোশত বিতরণ কার্যক্রম পরিচালনা করবে সংস্থাটি। তিনি জানান, এর আগে ১৯ নভেম্বর ২০২৪ ও ৭ মার্চ ২০২৫ তারিখে দুই দফায় হাফেজ্জী চ্যারিটেবলের প্রতিনিধিরা মিসর সফর করেন এবং সেখানে অবস্থিত শরণার্থী শিবিরে খাবার, নগদ অর্থ, পোশাক ও চিকিৎসা সহায়তাসহ নানামুখী সেবা কার্যক্রম পরিচালনা করেন। সে দেশে অবস্থিত ফিলিস্তিন ও বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়েও তারা ত্রাণ বিতরণের কাজ করেছেন। এছাড়া গাজার বিভিন্ন অঞ্চলে চলমান রয়েছে খাবার, পানি, শিশুখাদ্য, সেনেটারি আইটেম, মাসিক বাজার বিতরণ। সংস্থাটির প্রধান উপদেষ্টা বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হক জানান, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত হাফেজ্জী চ্যারিটেবল মিসরে অবস্থিত শরণার্থী শিবির ও ফিলিস্তিনের গাজার বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত এলাকায় নিয়মিতভাবে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করবে। সংস্থাটি জানায় এ পর্যন্ত ত্রাণ বিতরণ করতে গিয়ে তাদের ৯ স্বেচ্ছাসেবী বর্বর ইসরাইলের হাতে শহীদ হয়েছেন। তবুও মৃত্যুঝুঁকি নিয়ে তারা সেবার কাজ চলমান রেখেছে। উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হাফেজ্জী নামে সরকার নিবন্ধিত একমাত্র সেবা সংস্থা। যার মুরুব্বি হিসেবে আছেন ঢালকানগর পীর মুফতি জাফর আহমাদ। এছাড়া চরমোনাই পীর মুফতি রেজাউল করিম, ড. এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা মামুনুল হক, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজিসহ অনেক ওলামায়ে কেরাম যুক্ত আছেন এই সমাজসেবী সংস্থাটির সঙ্গে।
Read Entire Article