ব্যস্ততম নারায়ণগঞ্জ নগরীতে যত গুরুত্বপূর্ণ সড়ক, ততোটাই গুরুত্বপূর্ণ দুইপাশের ফুটপাত। তবে এই ফুটপাতেই এখন পথচারীদের ভোগান্তির কারণ। কখনো হকার, কখনো মটোরসাইকেলের পাকিং, আবার কখনো ড্রেনের কাজের জন্য মাসের পর মাস ফুটপাত ভাঙা। সব মিলিয়ে এ শহরের ব্যস্ততার সঙ্গে ভোগান্তির ও কোন শেষ নেই।
গতকাল নগরীর বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া থেকে ২নং গেইট পর্যন্ত এবং সিরাজউদ্দৌলা সড়কে আমলাপাড়া মোড় থেকে ১নং রেল গেইট... বিস্তারিত