ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ব্রাজিলিয়ান গোলরক্ষকের

7 hours ago 4

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ার দাবি করেছেন ফ্লুমিনেন্সের ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাবিও। তার দাবি, ক্যারিয়ারে ১৩৯১টি ম্যাচ খেলেছেন তিনি।

৪৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান গেল মঙ্গলবার মারাকানায় কোপা সুদামেরিকানার ম্যাচে আমেরিকা দে কালি বিপক্ষে মাঠে নামেন। ক্লাবের হিসাব অনুযায়ী, এটি তার ক্যারিয়ারের ১,৩৯১তম ম্যাচ। যা গিনেস বুক অব রেকর্ডসে থাকা সাবেক ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনের ক্যারিয়ার ম্যাচ সংখ্যাকে ছাড়িয়ে যায়।

এর আগে শিলটন দাবি করেছিলেন, ক্যারিয়ারে তিনি মোট ১,৩৮৭ ম্যাচ খেলেছেন, যা এতদিন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ছিল। যদিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তার ম্যাচ সংখ্যা ১৩৯০টি বলে উল্লেখ করেছে।

কলম্বিয়ার ক্লাব আমেরিকা দে কালির বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ফাবিওকে বিশেষ প্যাচযুক্ত জার্সি, একটি স্মারক প্লেট এবং একটি চিত্রকর্ম উপহার দেয় ফ্লুমিনেন্স।

ফাবিও বলেন, ‘আমাকে আমার জীবনের সবার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে; আমার বাবা, মা, বোনেরা, বন্ধু, স্ত্রী। আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। গুরুত্বপূর্ণ হলো সতীর্থদের সাহায্য করা। আমি কৃতজ্ঞ। তবে সৃষ্টিকর্তা ছাড়া কিছুই সম্ভব নয়।’

ফ্লমিনেন্স ও ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো ফাবিও রেকর্ডের কথা বললেও এখনো সেটিকে স্বীকৃতি দেয়নি ফিফা ও দক্ষিণ আমেরিকার আঞ্চলিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।

ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় ফাবিও এখন সবার ওপরে। তার পরেই আছেন শিলটন, এরপর ক্রিশ্চিয়ানো রোনালদো (১,২৮৭), পল বাসটক (১,২৮৪) ও রজেরিও সেনি (১,২২৬)।

ফ্লুমিনেন্স জানায়, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) অনুযায়ী, ফাবিও ক্রুজেইরোর হয়ে ৯৭৬ (২০০৫-২০২১), ফ্লুমিনেন্সের হয়ে ২৩৫ (২০২২-২০২৫), ভাস্কোর হয়ে ১৫০ (২০০০-২০০৪) এবং উনিয়াও বান্দেইরান্তের হয়ে ৩০টি (১৯৯৭) ম্যাচ খেলেছেন।

জাতীয় দলে একাধিকবার ডাক পেলেও কখনো ব্রাজিলের হয়ে অভিষেক করতে পারেননি ফাবিও। তবে দীর্ঘ ক্যারিয়ারে ২৭টি শিরোপা জিতেছেন তিনি। এর মধ্যে আছে কোপা আমেরিকা ও কোপা লিবার্তাদোরেস। ফ্লুমিনেন্সের হয়ে গত ক্লাব বিশ্বকাপেও খেলেছেন; দলকে এগিয়ে নিয়েছিলেন সেমিফাইনাল পর্যন্ত।

ফাবিও তার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯৭ সালে। কাকতালীয়ভাবে ওই বছরই অবসর নিয়েছিলেন শিলটন।

শিলটন ফুটবল অঙ্গনে বিশেষভাবে পরিচিত একটি কারণে। ইংলিশ এই গোলরক্ষককে বোকা বানিয়েই ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ফুটবলার দিয়েগো ম্যারাডোনার কুখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল করেছিলেন।

এমএইচ/এএসএম

Read Entire Article