ফুটবল থেকে ইসরায়েলকে বয়কটের তোড়জোড়

8 hours ago 5
ইউরোপীয় ফুটবল ফেডারেশনগুলোকে ইসরায়েল বয়কটের আহ্বান জানিয়ে প্রচার চালাচ্ছে কয়েকটি সংগঠন। তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কোয়ারের বিলবোর্ডে বিজ্ঞাপনও সাঁটিয়েছে। এতে বিষয়টি বিশ্বমিডিয়ার নজর কাড়ে।  রয়টার্সের বরাতে বুধবার (১৭ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ফুটবল বিশ্বকাপের আগে #GameOverIsrael প্রচারণা শুরু করে টাইমস স্কয়ারের একটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সেখানে ইউরোপীয় ফুটবল ফেডারেশনগুলোকে ইসরায়েল বয়কটের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার নিউইয়র্কে বিলবোর্ডটি দেখা গেছে। এ সিটিতে আগামী বছর বিশ্বকাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ফাইনালও রয়েছে। কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সঙ্গে চতুর্বার্ষিক আন্তর্জাতিক প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে। এই প্রচারণায় বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নরওয়ে, স্কটল্যান্ড এবং স্পেনের ফুটবল ফেডারেশনগুলোকে ইসরায়েল জাতীয় দল বয়কট করার এবং গাজায় চলমান হামলার কথা উল্লেখ করে ঘরোয়া প্রতিযোগিতা থেকে ইসরায়েলি খেলোয়াড়দের নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে ফিফা, উয়েফা ও ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করে মন্তব্য সংগ্রহ করতে পারেনি। এক বিবৃতিতে আমেরিকান-আরব বৈষম্যবিরোধী কমিটির জাতীয় নির্বাহী পরিচালক আবেদ আইয়ুব বলেছেন, ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। তাই আমেরিকানদের উচিত আমাদের স্টেডিয়ামগুলোকে যুদ্ধাপরাধের হোয়াইটওয়াশিং প্ল্যাটফর্মে পরিণত হতে দেওয়া থেকে রক্ষা করা। আইয়ুব বলেন, আমরা আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করছি। প্রতিটি ফুটবল পরিচালনা সংস্থাকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য অবিলম্বে এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবি করছি। বিশ্বকে বলতেই হবে, ইসরায়েলের খেলা শেষ এবং যুদ্ধাপরাধীদের জন্য খেলাধুলায় কোনো স্থান নেই।
Read Entire Article