ফিফা ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ায় ম্যারিয়ট হোটেলে উঠেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, সেখানে অদ্ভুত এক ঘটনাই ঘটেছে। গৃহহীন এক লোক নিরাপত্তাবলয় ফাঁকি দিয়ে হোটেলে ঢুকে এক খেলোয়াড়ের কক্ষে ঘুমিয়েছেন। হোটেলের সেই কক্ষটি ফ্লুমিনেন্সের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইগনাচিওর। তাঁ=র কক্ষ থেকে কিছুই চুরি যায়নি। কেউ আঘাতও পায়নি। তবে স্থানীয়... বিস্তারিত