ফুলবাড়িয়ায় লটারির মাধ্যমে কৃষকদের সার ও বীজ বিতরণ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে লটারির মাধ্যমে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে বিনামূল্যে উচ্চফলনশীল (উফশী) ও হাইব্রিড ধানের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকারে রেখেছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যেন স্বল্প ব্যয়ে অধিক ফসল ফলাতে পারে, সে লক্ষ্যেই নিয়মিত বীজ ও সারসহ বিভিন্ন কৃষিপণ্যের প্রণোদনা দেওয়া হচ্ছে। উফশী ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আগামী মৌসুমেই উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত কর

ফুলবাড়িয়ায় লটারির মাধ্যমে কৃষকদের সার ও বীজ বিতরণ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে লটারির মাধ্যমে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে বিনামূল্যে উচ্চফলনশীল (উফশী) ও হাইব্রিড ধানের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকারে রেখেছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যেন স্বল্প ব্যয়ে অধিক ফসল ফলাতে পারে, সে লক্ষ্যেই নিয়মিত বীজ ও সারসহ বিভিন্ন কৃষিপণ্যের প্রণোদনা দেওয়া হচ্ছে। উফশী ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আগামী মৌসুমেই উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আ. ন. ম. আতিকুর রহমান।

অনুষ্ঠানে কৃষকসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানিয়েছন, এ বছর উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ২৭৫০ জন কৃষকের মধ্যে সার বীজ বিতরণ করা হবে। তন্মধ্যে ১৪০০ জনকে উফশি ১৩৫০ জনের মধ্যে হাইব্রিড ধান বিতরণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow