দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নামে প্রতারক চক্রের তৈরি আরও একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করেছে কমিশন। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের প্রচ্ছদে লেখা রয়েছে ‘আসসালামু আলাইকুম, এই ফেসবুক অ্যাকাউন্টের বাইরে আমার কোনো অ্যাকাউন্ট নেই। সবাই ফেক অ্যাকাউন্টগুলো বর্জন করুন।’

কমিশনের পক্ষ থেকে সবাইকে প্রতারক চক্রের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এসএম/কেএসআর

6 months ago
41









English (US) ·