ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা

2 months ago 34

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে সব ধরনের সভাসমাবেশসহ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত ৮ অক্টোবর এ নিয়ে বিজ্ঞপ্তি জারি হলেও আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। 

বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান। 

এ বিষয়ে জানতে চাইলে ফেনীর ছাত্র সমন্বয়ক ওমর ফারুক শুভ কালবেলাকে জানান, অতীতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি হয়েছে। নানা সময়ে এ ক্যাম্পাস খবরের শিরোনাম হয়েছে। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ফেনীবাসীর গর্ভের প্রতিষ্ঠান। আমরা চাই এ পবিত্র শিক্ষাঙ্গণ নিরাপদ থাকুক। প্রগতিশীল ও ক্রিয়াশীল ছাত্র রাজনীতির পক্ষে আমি। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনই পারে আমাদের সব কলেজ ক্যম্পাসগুলোর শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখতে। যেখানে ছাত্র রাজনীতি থাকবে না সেখানে নতুন নেতৃত্ব হবে না। আর নতুন নেতৃত্ব তৈরি না হলে আগামীর বাংলাদেশ তার সঠিক পথে পরিচালিত হতে পারবে না। 

বিষয়টি নিশ্চিত করে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান কালবেলাকে জানান, এ বিষয়ে রেজুলেশন করে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্র সমন্বয়কদের দাবির প্রেক্ষিতে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।

Read Entire Article