ফেনী সীমান্তে গরু ও বিদেশি বিভিন্ন পণ্য জব্দ করল বিজিবি

3 months ago 68

ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় গরুসহ পণ্য জব্দ করেছে ফেনী-৪ বিজিবি। বুধবার (০৪ জুন) রাতের অন্ধকারে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে চোরাচালানের এসব মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১৯ লাখ টাকা। 

বিজিবি সূত্রে জানিয়েছেন, কোরবানির ঈদকে সামনে রেখে গত এপ্রিল মাস থেকে ৪ জুন পর্যন্ত অন্তত ১ কোটি ৮ লাখ টাকার শুধু ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

ফেনী বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আটককৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষে বুঝিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা তৎপর রয়েছে।

Read Entire Article