ফেনীর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক, ওষুধ, কসমেটিকসসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ জুন) ভোরে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহলদল ভোরে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ওষুধসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা। জব্দকৃত এসব মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এমএন/এএসএম