ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।  দলীয় সূত্রে জানা যায়, ফেনী-১ আসনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এ মনোনয়নপত্র সংগ্রহের সময় আবু তালেবের সাথে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।   এই সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আবু তালেব বলেন, ‘ফেনী-১ আসন বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা এবং তার রাজনৈতিক আবেগের জায়গা। দেশনেত্রী সবসময় এ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে আসছেন। এবারও দলীয় নির্দেশনা মোতাবেক তার পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করছি এই আসনে বেগম খালেদা জিয়া আবারও রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করবেন।’ ​উল্লেখ্য, ফেনী-১ আসনটি বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। মনোনয়নপত্র সংগ্রহের এই খবরে স্থ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। 

দলীয় সূত্রে জানা যায়, ফেনী-১ আসনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এ মনোনয়নপত্র সংগ্রহের সময় আবু তালেবের সাথে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এই সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আবু তালেব বলেন, ‘ফেনী-১ আসন বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা এবং তার রাজনৈতিক আবেগের জায়গা। দেশনেত্রী সবসময় এ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে আসছেন। এবারও দলীয় নির্দেশনা মোতাবেক তার পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করছি এই আসনে বেগম খালেদা জিয়া আবারও রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করবেন।’

​উল্লেখ্য, ফেনী-১ আসনটি বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। মনোনয়নপত্র সংগ্রহের এই খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow