ফেনীতে ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি গণঅধিকার পরিষদের

2 weeks ago 14

ফেনীতে ক্যান্টনমেন্ট স্থাপন করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদের একাংশের নেতারা। বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদের আয়োজনে ভারতকে দেওয়া ইকনোমিক জোন বরাদ্দ বাতিলের দাবিতে গণবিক্ষোভ কর্মসূচিতে এ দাবি জানানো হয়। কর্মসূচিতে গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অব. মিয়া মশিউজ্জামান বলেন, ভারত হাসিনাকে অবৈধভাবে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ভারত এখনো হাসিনাকে দিল্লিতে বসিয়ে অপকর্ম করার সুযোগ করে দিয়ে যাচ্ছে, যেটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ মানতে পারছে না।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, খুনি হাসিনা ভারতকে অবৈধভাবে দেশের স্বাধীনতা তুলে দিয়েছেন। ভারতকে ইকনোমিক জোন বরাদ্দ দিয়ে দেশের সার্বভোমত্ব ভূলুণ্ঠিত করেছেন। ড. মোহাম্মদ ইউনূসের সরকারকে ভারতকে দেওয়া অবৈধ ইকনোমিক জোন বরাদ্দ বাতিল করতে হবে। ফেনীতে সামরিক ক্যান্টনমেন্ট স্থাপন করে দেশকে সুরক্ষিত করতে হবে।

যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, ফেনীতে সামরিক ঘাটি নির্মাণ করুন। বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে এটি জরুরি। 

দপ্তর সহসমন্বয়ক আরিফ বিল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের নেতা ইঞ্জিনিয়ার এস ফাহিম, অবসরপ্রাপ্ত মেজর আব্দুর রব, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক, ইমামউদ্দিন, এনামুল হক সবু, ফায়সাল আহমেদ, শফিকুল ইসলাম রতন প্রমুখ।

Read Entire Article