ফেনীতে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

2 hours ago 5

ফেনীতে উৎসবমুখর পরিবেশে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) ফেনী সরকারি কলেজে এ প্রতিযোগিতা আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী ও ইয়ুথ হাঙ্গার প্রজেক্ট।

সুজন ফেনীর সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) দ্বীন মোহাম্মদ, সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী সবিতা নাথ ও ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী আহসান হাবিব ইমরুজ প্রমুখ বক্তব্য রাখেন।

শেষে প্রতিযোগিতায়।বিজয়ী ২০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ, অংশগ্রহণকারী ৩শ শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

এর আগে সকালে ফেনী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের। এসময় ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলু, ক্রীড়া সংগঠক ইমন উল হক, তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/এএসএম

Read Entire Article