ফেনীতে ছিনতাইকারীদের হামলায় আহত বাকের মৃত্যু

ফেনী সদরের লেমুয়ায় সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী মো. বারেক আহমেদ (৪৭) অজ্ঞান অবস্থায় ১০ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৫টায় মারা গেছেন। চিকিৎসকেরা বারবার চেষ্টা করেও তাঁর জ্ঞান ফেরাতে পারেননি। আহত হওয়ার পর থেকে তিনি তার শিশু সন্তান বা স্ত্রীর সাথে কথা বলতে পারেননি। লেমুয়ার ইতিহাসে এমন নৃশংসতা এই প্রথম বলে জানান নিহতের ভাই বাবুল।চার সন্তানের জনক বারেক আহমেদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী তাঁর খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ ঘটনায় একই এলাকার আবুল কাশেম ফকিরের ছেলে নাইজেরিয়ান সুমন প্রকাশ কালো সুমন এবং নবাবপুরের ১নং সুইচগেইট রঘুনাথপুরের জসিম উদ্দিনের ছেলে শাকিল খাঁন রনি নামক দুই পেশাদার ছিনতাইকারী ও গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উভয়েই অটোরিকশা চালকের আড়ালে চুরি, ছিনতাই, রাহাজানি, গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করতো। এছাড়াও শরীফ মোল্লা নামক একজন পেশাদার ফেনসিডিল ডিলার ও ভুয়া এনজিও খুলে প্রতারণা করত, সে এখনো পলাতক।ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারের ব্যবসায়ী মোহাম্মদ বারেক আহমেদ গত ৮ ডিসেম্বর রাতে দোকা

ফেনীতে ছিনতাইকারীদের হামলায় আহত বাকের মৃত্যু

ফেনী সদরের লেমুয়ায় সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী মো. বারেক আহমেদ (৪৭) অজ্ঞান অবস্থায় ১০ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৫টায় মারা গেছেন। চিকিৎসকেরা বারবার চেষ্টা করেও তাঁর জ্ঞান ফেরাতে পারেননি। আহত হওয়ার পর থেকে তিনি তার শিশু সন্তান বা স্ত্রীর সাথে কথা বলতে পারেননি। লেমুয়ার ইতিহাসে এমন নৃশংসতা এই প্রথম বলে জানান নিহতের ভাই বাবুল।

চার সন্তানের জনক বারেক আহমেদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী তাঁর খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ ঘটনায় একই এলাকার আবুল কাশেম ফকিরের ছেলে নাইজেরিয়ান সুমন প্রকাশ কালো সুমন এবং নবাবপুরের ১নং সুইচগেইট রঘুনাথপুরের জসিম উদ্দিনের ছেলে শাকিল খাঁন রনি নামক দুই পেশাদার ছিনতাইকারী ও গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উভয়েই অটোরিকশা চালকের আড়ালে চুরি, ছিনতাই, রাহাজানি, গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করতো।

এছাড়াও শরীফ মোল্লা নামক একজন পেশাদার ফেনসিডিল ডিলার ও ভুয়া এনজিও খুলে প্রতারণা করত, সে এখনো পলাতক।

ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারের ব্যবসায়ী মোহাম্মদ বারেক আহমেদ গত ৮ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দেওয়ানজি পুকুর পাড়ে পৌঁছলে ওতপেতে থাকা এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে আহত করে নগদ সাড়ে তিন লক্ষ টাকা, মোবাইল ও মালামাল লুট করে নিয়ে যায়। আহত হওয়ার পর দীর্ঘ ১০ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পরও তাঁর জ্ঞান ফেরেনি। বারেক আহমেদ লেমুয়া মাস্টার পাড়া গ্রামের খায়েজ আহমেদের ছেলে এবং চার সন্তানের জনক।

সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে হামলার পর থেকে প্রতিদিনই বিকেলে স্থানীয় লেমুয়া বাজারে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে আসছিলেন। তারা অনতিবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানান।

মো. বারেক আহমেদের স্ত্রী খালেদা আক্তার চার সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

চিকিৎসকেরা জানিয়েছেন, আঘাতে তাঁর মাথার একটি অংশ থেঁতলে গেছে। দ্রুত অপারেশন করার পরও মস্তিষ্ক স্বাভাবিক হয়নি। আইসিইউতে তাঁর লেভেল চার ছিল। শত চেষ্টা করার পরও স্বাভাবিকভাবে জ্ঞান ফেরেনি।

এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তবে এলাকাবাসী জানান, মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow