ফেনীতে ট্রাফিক-পরিচ্ছন্নতায় কাজ করছেন শিক্ষার্থীরা

3 months ago 32

ফেনীতে স্বপ্রণোদিত হয়ে পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে এসব কার্যক্রম করেন তারা।

শহর ঘুরে দেখা যায়, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, খেজুর চত্বর ও দোয়েল চত্বর এলাকায় বেশ কিছু তরুণ তীব্র রোদের মধ্যে পরিবহনের শৃঙ্খলা নিয়ে কাজ করছেন। তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

পথচারী মাহমুদুল হাসান জানান, শহরের ট্রাঙ্ক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়কে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পরিবহনের ভিড়ে যানজট লেগে থাকে। সোমবার এবং মঙ্গলবার চলমান পরিস্থিতির কারণে ফেনী শহরের কোথাও পুলিশ বিভাগ এবং ট্রাফিক বিভাগের লোকজন দেখা যাচ্ছে না। ফেনীর তরুণদের প্রচেষ্টায়, ফেনীর প্রধান দুটি সড়কে এখন পর্যন্ত যানজট দেখা যাচ্ছে না। তরুণদের এমন উদ্যোগে আমরা পুলকিত।

ফেনীতে ট্রাফিক-পরিচ্ছন্নতায় কাজ করছেন শিক্ষার্থীরা

স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য ওসমান গনি রাসেল বলেন, ট্রাফিক সদস্যরা রাস্তায় না থাকায় হঠাৎ ফেনী শহরে যানজটের সৃষ্টি হয়। এতে করে বিভিন্ন পরিবহন এবং পথচারীদের নানা দুর্ভোগের সৃষ্টি হয়। এ দুর্ভোগ লাঘবে সকাল থেকে স্বেচ্ছাসেবক পরিবারের শতাধিক সদস্য নিয়ে আমরা রাস্তায় কাজ করছি।

তিনি বলেন, ট্রাফিক কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাসেবক পরিবারের সদস্যরা, শহরের ট্রাঙ্ক রোড, মহিপাল, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিচ্ছন্নতার কাজ করছি।

ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের বলেন, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা যেভাবে রাস্তায় নেমে ট্রাফিক এবং পরিছন্নতায় কাজ করছেন তাদের চেহারায় আমি আগামীর বাংলাদেশ দেখছি। সমৃদ্ধির বাংলাদেশ দেখছি।


আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস

Read Entire Article