ফেনীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেলো তরুণের

2 months ago 24

ফেনীতে ভয়াবহ বন্যা চলছে। বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে ফুলগাজীতে মো. রাজু (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে গ্রামের পাশে স্থানীয় মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙন এলাকা দিয়ে গ্রামে বন্যার পানি ঢোকার স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানির চাপে মঙ্গলবার সকাল থেকে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা এলাকায় বন্যার সৃষ্টি হয়। মুহুরী নদীর বেড়িবাঁধের আগের ভাঙন স্থান দিয়ে প্রবল বেগে বন্যার পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

ফেনীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেলো তরুণের

এরমধ্যে রাতে ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পশ্চিমমাথা এলাকার মিজানুর রহমানের ছেলে মো. রাজুসহ চার বন্ধু বেড়িবাঁধের ভাঙনকবলিত স্থানে জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে প্রবল স্রোতে ভেসে যান রাজু। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এএসএম

Read Entire Article