ফেনীতে ভুয়া সেনা সদস্য আটক

2 months ago 27

ফেনীর মহিপালে অভিযান চালিয়ে মো. নাজমুল হাসান নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহিপাল সার্কিট হাউজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক নাজমুল হাসান চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কাঁটাফুল গ্রামের মো. মিলন আলীর ছেলে। 

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ফাতিন ইশতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, সেনাবাহিনীর পোশাকে সার্কিট হাউজ রোড এলাকায় এক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করছে। এ সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে সেনা পোশাক, কমবেট টাওজার, কমবেট ক্যাপ, সেনা পোশাক পরিহিত তিনটি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল, সিম কার্ড পাওয়া গেছে। তাকে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেনীর মহিপালের সার্কিট রোড় এলাকায় সেনাবাহিনীর পরিচয়ে ঘোরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Read Entire Article