ফেনীর সোনাগাজী উপজেলায় চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামে বদর মোকাম খালের ওপর নির্মিত ব্রিজটি বন্যার পানির তীব্র স্রোতে ধসে পড়ায় দুই ইউনিয়নের লাখো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। কেননা এতে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ থেকে দাসের হাট-চরদরবেশ কেরামতিয়া- বগাদানা কাজিরহাট সড়কে যাতায়াত বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বাঁশের সেতুর ব্যাবহার, ঝুঁকিপূর্ণ করে তুলেছে স্থানীয়দের জীবনযাত্রা।
স্থানীয়রা জানান, ২৪... বিস্তারিত